তোকে ভালবাসি খুব,
দোহাই তোর-
তুই একটুখানি মুখ খোল,
তোকে নিয়ে স্বপ্ন দেখি
তুই হবি মোর।
তুই বোবা না কি ?
অপলক চেয়ে থাকিস,
আমি আকাশ নাতো
আমার কি বা দোষ!
তোর পাথরে হৃদয়ে ভালবাসার ফুল ফোটাব,
ঝর্ণাধারার মত বইয়ে দেব সুখ
তোর মুখে কথার খৈ ফুটাবো
আটকাতে পারবে না তো কেউ।
তুই আমার হবি , আমি হব তোর।
কথা দিলাম- তোকে নিয়ে ঘর বাঁধব
দেরি হবে না বড় একটা খুব।