হারিয়ে ফেলেছি গৌরব গাথা
খোলাফায়ে রাশেদিনের জীবন কথা ;
অর্ধ জাহানের শাসনকর্তা -
বৃদ্ধ নাগরিকের কাজ তবু প্রত্যহ করা ।
ঝুল পোষাকে মিম্বরে আরোহণ ,
জবাব ছাড়া খুৎবায় বাধা ।
এমন হিম্মত কোন প্রজার ?
এমন রাজ্য কোন রাজার ?
তারাই আমার পূর্ব পূরুষ,
তারাই আমার অহংকার।
সব ভুলে আধুনিকতার বুলি আওড়ায়,
ইসলাম নাকি প্রগতির অন্তরায় !
হারিয়ে ফেলেছি উদার চিত্ত,
ইতিহাসের উজ্জ্বল পথ ।
শুকনো পাতার মর্মর ধ্বনিতে,
আমরা ভূবনে জাগিব আবার।