বসন্তের বুকে কুয়াশা,
আম্র মুকুল ঢাকে ধোঁয়াশায়।
বার্ণ ইউনিট কিংবা পঙ্গুতে
আর কত আশার হত্যা ?
জবাব দেবে কে,  হে বঙ্গ জননী?
তোমার সন্তানেরা তো আজো মানুষ হলো না।
আর কত বলিদান হলে
বাংলার মাটি থেকে দূর হবে
মীর জাফর, মোস্তাকের প্রেতাত্বা ?