বুকের ভেতর লুকিয়ে থাকা আগুন সূযোগ পেলেই জ্বলে ওঠে অল্প আঁচে, প্রথমে ধোঁয়া তারপর স্ফুলিঙ্গ - লেলিহান শিখা। চটপট করে ভেঙে পড়ে বেড় দিয়ে রাখা জানালার কাঁচ, খসে পড়ে কংক্রিটের গায়ে লেপ্টে থাকা প্লাস্টার, লোহা গুলো দুমড়ে-মুচড়ে শ্মশানের শবদেহের মত উঠে বসতে চায়। বুকের পাঁজর উন্মুক্ত আজ গোটা কঙ্কাল হাঁফ ছেড়ে উঠে ভয়ংকর শব্দে। কারারক্ষীরা চারপাশ ঘিরে রাখে, পানির কামান ছুড়ে শান্ত রাখার অপপ্রয়াস। বিদ্রোহ আজ ডানা মেলেছে, আটকাতে পারবে না কেউ। আকাশ দেখতে না দেওয়া টিনগুলো পতপত করে উড়ে যায়। দুঃখগুলো বন্দি হয়ে থাকবে না আর। কঙ্কালসার আশা নিয়ে নীল আকাশে উড়ে যায় ধোঁয়া হয়ে।,
কবিতাটি ৪৮২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/১১/২০১৬, ১১:৫৩ মি: