ফেসবুকে সুদর্শন যুবকের সাথে যুগলবন্দি তোমার ছবি
আমাকে ফিরিয়ে নিয়ে যায় স্মৃতিময় অতীতের পুষ্প কাননে।
হৃদয়ের দগদগে ক্ষত বয়ে বেড়াই; বেড়াবো অনন্তকাল-
প্রেয়সী, তুমি জানোনা
আমার হৃদয় সিংহাসনে হিমালয়ের শৃঙ্গমালার উর্ধ্বে তোমার অবস্থান,
শয়নে, স্বপনে, জাগরণে তোমার অনুভবে আচ্ছন্ন (এই আমি)।
কিন্তু তোমার সীমাহীন অবহেলা আর উদাসীনতায় দগ্ধীভূত আমি,
দহনজ্বালা কী ভয়াবহ জানোনা বোঝনা তুমি !
বেদনাহত চিত্ত সবকিছু গুলিয়ে ফেলে
শুধু ভোলে না তোমার মুখচ্ছবি,
আমার স্বপ্নের আঙ্গিনায় তোমার অবাধ বিচরণ-
যুগ-যুগান্তর নিদ্রাহীন রেখেছে আমায়।
বইয়ের পাতায় বাক্যের সব সারি
তারই মাঝে জলছাপ – তোমারই ছবি।
অপলক চেয়ে দেখি মানব-মানবীর যত ছায়া
ঠিক তোমার অবয়ব, রূপখানি খাসা।
তোমার সকল কথা, মন বাগানে বাঁজায় বাঁশি- বিরহের সুর
তবু তুমি ভাল আছ- এই আমারই সুখ।