১.
মহাকালের গর্ভে
হুমড়ি খেয়ে পড়েছে
আগামীর স্বপ্ন
২.
খুঁজে পাওয়া স্মৃতি
বার্ধক্যের অমসৃণ চামড়ায়
খসখসে অস্বস্তি
৩.
কোঠারগত চক্ষু
সুন্দরের প্রত্যাশায় প্রসারিত
মেঘে ঢাকা দিগন্তে