বাঁদরের বাদরামি দেখতে দেখতে চোখ ক্লান্ত,
মেরুদণ্ডহীন কেঁচোগুলো মাথার ভেতর কেবলই কিলিবিলি করে,
শকুনগুলোর নোখর আজ বোধহয় লাইসেন্স প্রাপ্ত!
হৃদয়টা যেন আগ্নেয়গিরির লাভা দিয়ে তৈরি কঠিন শিলা,
অনুভূতিগুলো থেঁতলে থেঁতলে ভোতা হয়ে গেছে।
তুই যা পারিস কর , আমাকে আমার মতো থাকতে দে -
স্বার্থপরতার চরম শিখরে পৌঁছে হাসি আজ ভেঙচিতে পরিণত।
ছন্দহীন ভাবনাগুলো আজ খুব বিরক্ত করে, মাথার চুল খাঁমচে ধরি
শুধু ঘুমই বিনষ্ট। তবুও রাত যায়, ভোর হয়; অফিস করি, নিম তিতা গিলি- খাটি বউয়ের ফরমায়েশ। সূযোগমত দূর্বলদের ধমকায়- শক্তিমানকে করি কুর্ণিশ। মানাতে মানাতে বয়স চল্লিশ পার-
অশান্ত মন স্থির হয়নি এখনও।