গভস্তি আমার অপ্রিয় অতি
গায়ে ঠোষা উঠে যখনি-তখনি
গণ্ডায় এণ্ডা দেওয়ার জন্য
তাই আমি বসে থাকি-
নেতা-নেত্রীর ডায়াচের পাশে।
পরিশ্রম না করে
গতরপোষা এই আমি ঠাঁই নেতার পিছে।
এতেই আমার অনেক কাজ।
লোকে তা বুঝে কি ?
গতর আমার ছিল হাড়-কঙ্কাল
দেখেছিস, এখন কেমন গাট্টাগোট্টা তুলতুলে?
সবই নেতার বদৌলতে!
গাত্রবস্ত্র দেখেছিস আমার?
সবই কেমন মখমলে।
সবই নেতার বদৌলতে!