১.
দু’টি ভিন্ন ছবি
একই ক্যামেরায় তোলা,
একই চোখে দেখা,
অন্তরে ভিন্ন অনূভব।
২.
মন ভোলানো সকল খাবার
দঁন্ত পিষে ফেলে,
পাকস্থলী সবই সহে
জিহবা বলে-
স্বাদে ভিন্নতার কথা।