ঘানিটানা কয়েদির বঞ্চনার ইতিহাস,
মক্ষিরাণীর বিলাসে নিশিদিন বসবাস!
বেদনার নীলধারা বয়ে চলে ধমনীতে,
ভিসুভিয়াসের লাভা ঝরে পড়ে চাহনিতে।
আমাবশ্যারজনীতে দুঃস্বপ্নের নগ্ননৃত্য,
কালের পরিক্রমায় কৃষ্ণগহ্বরে ভৃত্য!
কষ্টের খরায় পোড়া দীর্ঘ পাথুরে জীবন,
লাইকেনের মত তবু টিকে থাকে যে ধমন!
অক্ষরবৃত্তে : ৮+৮