দুষ্টু লোকের এত ভিড়ে
ইচ্ছে হয় না থাকি নীড়ে।
তুমি আমার সখা বলে
তোমায় ছেড়ে যাই না চলে।
কথা দিলাম বন্ধু তোমায়
রাখবো নাকো হেলায়-ফেলায়
সকাল দুপুর বিকাল সাঁঝে
থাকব সাথে সকল কাজে।
হাসি - কান্না দুঃখ - সুখে
ঝঞ্ঝা - ঝড়ে আর অসুখে
তুমি যদি থাক পাশে
সফল হব দুষ্টু নাশে।
স্বরবৃত্ত : (৪+৪)