বউ বাড়ি নেই সেই সুযোগে সুশীলটা যে
বুয়ার প্রতি নজর করলো তাক !
শালা আমি তো অবাক !
পরিমলরা শিক্ষক সেজে ধর্ষণ করে
ছাত্রীদেরকে, নীতি অক্কা পাক !
শালা আমি তো অবাক !
সুন্দরী এক যুবতীকে বিয়ে করে
বুড়ো ভামটা লাগায় দিল তাক!
শালা আমি তো অবাক!
কলাগাছে তক্তা হয় কি? এমন প্রশ্নে
করছে ছেলে, মাটি তুই হ' ফাঁক !
শালা আমি তো অবাক !
বেতন খেয়ে ট্রাফিক পুলিশ পারল না যা
করল গিয়ে তা কিশোর-অপাক !
শালা আমি তো অবাক !
ফাইল আটকে নাদুসনুদুস ভদ্রলোকের
ঘুষ খাওয়ার চিত্র যে সবাক !
শালা আমি তো অবাক !
নষ্টলোকে ভ্রষ্টপথে নেতা হয়ে
যেথায়-সেথায় গলায় বেড়ায় নাক !
শালা আমি তো অবাক !
সাম্য চেয়ে বামে চলা নীতির রাজা
শেষ বয়সে ডানে নিল বাক !
শালা আমি তো অবাক !
ধর্মহীনা মুফতি সেজে ইচ্ছামত
ফতোয়া দেয় দেখ পাক-নাপাক !
শালা আমি তো অবাক !
ময়ূরের ওই পুচ্ছ পরে রাজ কেদারায়
দিব্যি দেখ বসে আছে কাক !
ওরে শালা! এবার আমি পুরাই হতবাক !
স্বরবৃত্তে রচিত