মিয়ানমারের বাহিনী রাক্ষুসে প্রজাতি
নরখাদকেরা সব নিভিয়েছে বাতি।
নিজ দেশে পরবাসী রোহিঙ্গা সে জাতি
রক্তের সাগরে খোঁজে মাটি আঁতিপাঁতি।
তাদের নিধনে সূচি পেয়েছে নোবেল!
জাতিসংঘ তাই চুপ দেখছে তো খেল।
বিশ্ব মোড়লদের নেই কোন মাথা ব্যাথা
মুসলিম হযেছে তাই প্রাণ যেন যা তা !
সংখ্যালঘু চিৎকারেতে গলাটা ফাঁটায় ,
নোবেলজয়ী আর যারা আছে কি ধরায় ?
মানবতার জিকিরে বুদ্ধিজীবী যারা
মুখেতে কুলুপ এটে ঘুম দিচ্ছে তারা ।
রক্ত খোকার ঝরুক খুকুরা ডুবুক
মুসলমান সব শালা জীবন্ত মরুক!
অক্ষরবৃত্ত : (৮+৬)