পাপাচার সীমাহীন ঝরে খুন হেলাতেই
ধরাধাম ডুবে যায় আঁধারের গুহাতেই।
সে সময় দয়াময় পাঠালেন নবীকেই
রহমত পাঠালেন, কুরানের বাণী সেই।
কলেমার জাদুতেই বুকে বল হীনদের
রাজাসন কাঁপে তাই বলবান রাজাদের!
শুনে হাঁক ওমরের কাঁপে বুক তাগুতের!
তোরা সেই সে বীরের জাতি এই জগতের।
কলেমার বড় বল কোথা আজ পাবো ভাই ?
চারিদিক করি খোঁজ তারে আজ্ নাহি পাই!
কলেমার দোয়া আজ ভিখারির মুখেতেই!
রাজা নয় নড়ে তাই চাউলের ভাঁড়েতেই!
তোটক ছন্দ