গুপ্তঘরে গুপ্তচরে ব্যবচ্ছেদ করে ন্যায্যতা-সাম্যতা,
দিনের আলোয় মিথ্যা শব্দের বুননে শেখায় ভব্যতা।
কালের আবর্তে হৃৎপিণ্ডে বিঁধে শুধু বিষাদের আল !
সভ্যতার ভাঁজে ভাঁজে ছড়িয়ে রয়েছে শোষিত কঙ্কাল।
দিনে দিনে ডাটাবেজে জমে গেছে বিষাক্ত পতঙ্গ ,
পঙ্কিল সাম্রাজ্যে ইথারে ভেসে থাকে বিদ্রূপ অনঙ্গ !
ক্লিষ্ট শুক্তি বক্ষে গুপ্ত থাকে বিপ্লবের মুক্তা- অনির্বাণ!
বিষণ্ণ প্রহরে ক্রোধে দ্রোহে উত্তাল মুক্তির স্লোগান !