দয়া করো খোদা দয়া করো তুমি
এই অধমের মেটাও মনের আশ ।
তোমার জিকির জারি রাখো রুহে
যতক্ষণ আছে নশ্বর দেহে শ্বাস ।

লাভা জমে জমে কলব হয়েছে কালো
পাষাণ শিলায় জালাও নূরের আলো
ঊষর বক্ষ তাজা করে দাও খোদা,
খোদা ঢেলে পাক কোরানের নির্যাস !

শিশু) ইসমাঈলের পিপাসা মেটাতে
বিরান  ভূমিতে দিয়েছিলে যমযম!
তুমি)কুন ফায়াকুন বলেই কেবল
মরা গাছে ফুল ফুটাইতে সক্ষম!

মনের কাবায় ফোটাও শুভ্র কাশ
রিপুর তাড়না করে দাও খোদা নাশ।
এই অধমের ঠাঁই করে দিও খোদা
রাসুলের পাশে স্বর্গে করিতে বাস।


আস্থায়ী. অন্তরা, আভোগ: ৬+৬+২ সঞ্চারী: ৬+৬+১