(তুমি) আদিতে ছিলে অন্তে রবে রয়েছ বহমান
তুমি একক তুমি অতুল রহিম রহমান।
তুমি সৃজিলে ধরার সবি দেখি প্রকাশমান
পথ চলতে দিয়েছ নবী (স.), আলোর কুরআন।
ক্ষুধাতৃষ্ণা ব্যথা-বেদনা সকল ছোঁয়া ছাড়ি
তুমি মালিক হইয়া আছ সর্বত্র জারি।
সর্বশ্রোতা সর্বজ্ঞাতা তুমি মেহেরবান
করুণা করে সব দিয়েছ যা আছে কল্যাণ।
রবকে যারা চেনেনি তারা হতভাগ্য বড়
তাদের তরে পুলসিরাত যে হবে নড়চড়,
ভ্রষ্ট তারা পরকালেতে পাবে না সম্মান
ভাগ্যে আছে তাদের শুধু গ্লানি ও অপমান।
নিদ্রাহীন ক্লান্তিহীন শ্রান্তিহীন তুমি
সারাজীবন যাইতে হবে তোমার পদ চুমি।
সময় আছে এখনো হাতে হও গো সাবধান
খোদার রাহে জান ও মাল কর গো কুরবান।
মাত্রাবৃত্ত: মূল পর্ব ৫ মাত্রা, অতি পর্ব ও অপূর্ণ পর্ব ২ মাত্রা