গভীর রাতে আকাশ পানে চেয়ে দেখি বসিয়াছে
তারাদের মেলা
অতীত পানে চেয়ে দেখি বহুদূরে চলে গেছে
জীবনের ভেলা

তর্জন শেষে তটে এসে আছড়ে পড়ে
সাগরের ঢেউ
পুষ্প ফুটে ঝরে পড়ে ধরে রাখতে
পারে না কেউ
ধিরে ধিরে সব-ই যাবে সামনে থাকে
শুধু অস্তের বেলা

মরিচিকার পিছে ঘুরে খোদা তোমায় ভুলে থেকেছি
জনমধরে পাপ কুড়িয়ে অবশেষে মরণরথে উঠেছি
সময় থাকতে বুঝিনি তো আমল ছাড়া
সাথে যায় না কেউ।