গোরের আজাব মাফ করে দিও (খোদা)
ক্ষমা করে দিয়ে সব ভুল।
ভুলগুলো সব মাফ করে দিয়ে (খোদা)
করে দিও নাজাতের ফুল।
মিথ্যা পথের পথিক হয়ে হেঁটেছি জীবনভরে,
মায়াজাল মরিচিকা নিয়ে থেকেছি আঁধারঘোরে।
মরণ এখন হাতছানি দেয়
খুঁজে পাই নাতো আমি কোন কূল।
যৌবনের রূপরস ক্ষয়ে যায় কঙ্কালের গায়ে
কিছু মাংস থাকে বাকি,
গোধূলি বেলায় হাজার ভুলের ডালা বলো
আমি কোথায় এখন রাখি।
খোদা তুমি ক্ষমা না করিলে দিতে পারবো না আমি
অতীত ভুলের মাশুল।
গোরের আজাব মাফ করে দিও (খোদা)
ক্ষমা করে দিয়ে সব ভুল।