তুমি) অনায়াসে ফেললে ছিঁড়ি
ফোটা সবি প্রেমের পাপড়ি,
থামালে মোর আশা-বরি
অন্তরে) তুষের অনল জ্বলে ধীরি-/ধীরি।
আমি) ভুল ছুঁয়েছি অগ্নিগিরি
হৃদয়টা যে পুড়ছে চিতায় ,
আঁখি দুটো ভরছে লাভায়
তাই)মরুবুকে বয় লু হাওয়া ঝিরিঝিরি ।
ভালোবাসি বলে তুমি করবে ছলনা
এ)কথা কেন আগে বলো/নি ,
দূরেদূরে কেন থাকো/নি
কেন) তুষের আগুন জ্বাললে ললনা ।
আমি) হয়ে গেছি তোমার পূজা/রি
পূজার পুষ্প গেঁথে মালায়,
সবকিছু দিয়ে তোমায়
স্বপ্নের নীড়ে বল আজি কী কী নিয়ে ফিরি।
ছন্দ্: স্বরবৃত্ত, মূলপর্ব ৪ মাত্রা, অতিপর্ব: ১/২/৩মাত্রা, অপূর্ণপর্ব: ১/২মাত্রা।
অন্ত্যমিল: ১ম চরণ+৪র্থ চরণ এবং ২য় চরণ+৩য় চরণ
রচনার তারিখ: ২১/০৬/২০১৮ খ্রি.