দিব্যি চোখে দেখি আমি
কোনটা মন্দ কোনটা ভালো
বুঝতে পারি না তো স্বামী,
বুকের মাঝে আলো জ্বালো
ধুয়ে দাও সব আঁধার - কালো।
ভালোবাসি তোমায় আমি
জান তুমি অন্তর্যামী।।
চোখ থাকিতে অন্ধ আমি
কাঁচটা ভারি ভাবি দামি,
মনের চোখটা খুলিয়া দাও
তোমার দর্শন বুঝিতে দাও
সহজ - সরল পথ দেখাও।
ভালোবাসি তোমায় আমি
জান তুমি অন্তর্যামী।।
আলেয়ার ভুল আলো দেখে
ঐশী জ্ঞানকে পিছে রেখে
দূরে গেছি সত্য থেকে,
সাদা দিলে কালি মেখে
পথহারা এক পথিক আমি,
কৃপা কর আমায় স্বামী।
ভালোবাসি তোমায় আমি
জান তুমি অন্তর্যামী।।

স্বরবৃত্ত:(৪+৪)