অমর স্বপ্নে প্রভূর ফরমান
দান করতে হবে যে প্রাণ
দিলের টুকরো পূত্র কোরবান।
ওহির সন্ধান পেলো যারা
আদেশ মানে প্রশ্ন ছাড়া
সকল ত্যাগে দৃঢ় তারা।
ধরার সবই খোদার যে দান
গাইতে হবে তারই যে শান
কলজে নিশ্চয় করবো দান।
পুণ্যের সাথী পূণ্যবতী
নিজ হাতে সাজায় জ্যোতি
প্রাণের পাখির সাথে পতি।
শয়তান ধোঁকা দিচ্ছে জুটে
অঝোর ধারার অশ্রু টুটে
বাদশার পানে চলছে ছুটে।
যেমন পিতা তেমন ছেলে
খোদার তরে সবই গেলে
জান্নাত পাবে হেসে খেলে।
খোদার প্রেমে ফানা বলে
মায়ার মুখটা ঢাকার ছলে
আল্লাই শ্রেষ্ঠ ছুরি চলে।
আল্লাহ বড়ই দয়া দেখান
জান বদলে জান যে পাঠান
ঈব্রাহীমের সম্মান বাঁচান।
মনের পশু কোরবান হউক
ত্যাগের শিক্ষা দিলে ঢুকুক,
আঁধার কেটে আলো জ্বলুক।
স্বরবৃত্ত :(৪+৪)