আমি ছোট্ট ছেলে
বেড়াই শুধু খেলে
পড়া লেখা ফেলে।
টিভি দেখতে বসে
দানব রক্ত চোষে
পোড়া মানুষ ফোঁসে।
মাথা কাটা লাশে
নাফে শিশু ভাসে
চোখে পানি আসে।
ঘুরে ফিরি ওরে
কল্প ভেলায় চড়ে
ইচ্ছে শুধু করে-
দোলনাতে যে দুলতে
পাখির মত উড়তে
সু চির গালে মুততে।
স্বরবৃত্ত : পূর্ণপর্ব ৪ মাত্রা , অপূর্ণপর্ব ২ মাত্রা ।