খোঁজো আকাশ বাতাসে, খোঁজো মেঘ-বরিষণে,
খোঁজো মরু সাহারায়, খোঁজো পাহাড় চুড়ায়।
খুলে যাবে বদ্ধ দ্বার, পাবে নিশ্চয়ই তাঁহারে-।
খোঁজো ভূমেরু পর্বতে, খোঁজো সাগর অতলে
খোঁজো ফুল ও পল্লবে, খোঁজো নদীনির্ঝরে।
খুলে যাবে বদ্ধ দ্বার, পাবে নিশ্চয়ই তাঁহারে-।
খোঁজো ফসলের মাঠে, খোঁজো রোদের আবেশে
খোঁজো আলো ও আঁধারে, খোঁজো তারার ভূবনে
খুলে যাবে বদ্ধ দ্বার, পাবে নিশ্চয়ই তাঁহারে-।
খোঁজো চাঁদের জ্যোৎস্নায়, খোঁজো দখিনা হাওয়ায়
খোঁজো শয়নে-স্বপনে, খোঁজো আশা-জাগরণে
খুলে যাবে বদ্ধ দ্বার, পাবে নিশ্চয়ই তাঁহারে-।
খোঁজো সুখ-হাসি-হর্ষে, খোঁজো দু:খে-ভয়ে-লাজে
খোঁজো প্রেম-প্রীতি-সুরে, খোঁজো তাল-লয়-ছন্দে।
খুলে যাবে বদ্ধ দ্বার, পাবে নিশ্চয়ই তাঁহারে-।


অমিল অক্ষরবৃত্ত (৮+৮)