ক্ষমা করে দিও প্রভু আমাকে
মোহে পড়ে ভুলে গেছি তোমাকে,
রঙ তামাশার পথে ঘুরে (ঘুরে)
জ্যোতি ছেড়ে চলেগেছি দূরে - - -।

তোমার জিকির দিয়ে ছেড়ে
গিয়েছি ভুল পথে বেড়ে,
জড়িয়েছি শত অপরাধে
ঘুণে খাচ্ছে দিলটা কুরে-কুরে।

গোধূলিতে বসে দেখি
আঁধার আসে আলো চিরে,
তবু অধম ভুলে গেছি
ফিরে যেতে হবে নীড়ে।

কথা ছিল তুমি রবে সদা বুকে
ভুলে যাব নাতো প্রভু সুখে দুঃখে,
জীবন চলার পথে সবই গেছি ভুলে
আগাছা ভর করেছে খেত জুড়ে।

স্বরবৃত্ত