পেটের ক্ষুধা মিটিল বটে,
মনের ক্ষুধা মিটিল না।
চর্ম  চোখে দেখি ভালো,
অন্তর চোখে কালো তত।