একটি পাখি ডেকে আমায়
ঘুম ভাঙালো ভোরে ,
কোমলসুরে বলল আমায়
থেকো না নিদঘোরে !
মৃত্যু শেষে জাগালো যে
গুণ গাও তার জোরে !

ভোরের হাওয়া শীতল পরশ
বুলিয়ে গায় আদরে ,
বলল আমায় হৃদয় দিয়ে
স্বরণ করো তাহারে,
ঘুমের মধ্যে মূল্যবিনে
শ্বাস দিল যে পিঁজরে !

কার নেয়ামত ভোগো সদা
ভাবো না তো মন!
মরীচিকার পিছে ছুটে
পর করো আপন!

দেখতে দেখতে বেলা যে যায়
আর থেক না বেঘোরে,
ভুলের তরে তওবা করে
কাঁদো রে মন অঝোরে !
ক্ষমা করবে প্রভু নিশ্চয়
নামাজে আর সবরে!

স্বরবৃত্তে