উন্নয়ন ও দুর্নীতির সম্পর্ক বুঝি ধনাত্মক !
দুর্নীতিবাজ তাই যেন ময়ূর,
দুর্নীতি ও তাই পেখম মেলেছে মহা আনন্দে!
উন্নয়ন ও পরিবেশের সম্পর্ক মনে হয় ঋণাত্মক।
পরিবেশ তাই যেন বর্জ্যে ঠাসা বুড়িগঙ্গা,
পোলট্রির বিষ্ঠা মাছের খাদ্য, সুন্দরবনে বিদুৎকেন্দ্র।
পানি তার রঙ হারিয়ে কাঁদছে অহরহ !