আজানের সুর লাগে সুমধুর
ভেঙে যায় ঘুম,
ভোরের শিশির বায়ু ঝিরঝির
দিয়ে যায় চুম।
জন্মেছি গো এ দেশে মাগো
আমার প্রাণ জুড়িয়ে যায়।
ভোরের সূর্য বুকেতে আমার
সাহস যোগায়,
অপশক্তিতে কভু যেন আমি
মাথা না নোয়াই।
রক্তিম সে রূপে আমার
দুই নয়ন জুড়িয়ে যায়।
পাখিও চায় যে মুক্ত আকাশে
স্ববশ উড়তে,
চায় নাতো কেউ সোনার খাঁচায়
বন্দি থাকতে।
রক্ত ঢেলে যে পেয়েছি মায়ের
মুখেরও কথা,
খুনের সাগর পেরিয়ে পেয়েছি
মহা স্বাধীনতা।
জন্মেছি গো এ দেশে মাগো
গর্বে বুক ভরিয়া যায়।
মাত্রাবৃত্তে : ৬+৬+৬, ৫+৫+৫+৫