রক্ষক যদি ভক্ষক হয় ইচ্ছেমত লুটে যায়,
মায়ানমারের শকুন তাই মানবতা খুবলে খায়।
পোড়ানো থেতলানো মাংস বুট দিয়ে পিষে,
গায়ে পরে গেরুয়া আলখেল্লা,
দানবেরা খেলছে হোলিখেলা।
ড্রাকুলার রক্ত তৃষ্ণা মেটে না নিমিষে।
বিশ্বের বিবেক জাগতে হবে সত্যটাকে বলতে হবে।
শয়তানের দাঁত ভাঙতে হবে নিষ্পাপকে বাঁচাতে হবে।