কেনো সদা খাসির মাংস, বাজার সেরা ইলিশ ।
জামা-জুতা বেজায় দামি, সদায় ভাব্ খুশনবিশ ।
গাড়ি আছে মালি আছে, আছে চাকর-বাকর,
এই সমাজে তোমার কাছে কিছু নেই তো দুস্তর।
কোমর দোলায় বউটা চলে জহরতে মোড়া,
ছেলেমেয়ের গায়ে দেখি গোশত আগাগোড়া।
বাড়ি তো নয় প্রাসাদ যেন, এই তল্লাটের সেরা
ইন্টেরিয়র ডিজাইন বেশ! আছে গোপন ডেরা।
রাতের বেলা সেথা নাকি পরি মেলে ডানা,
বাদ্য বাজে আসর জমে সুরার সাথে খানা।
এত টাকা পাও কোথা সাব, একটু দাও না হদিস !
মাইনে তো পাও খু্ব বেশি না, মাত্র হাজার বাইশ!
স্বরবৃত্ত: ৪+৪+৪+২