কাক-কোকিলের সমান-সমান দর
দেখেশুনে মনে আসে জ্বর!
ঝেড়ে ফেলে মেধা মনোহর
তোষামোদী আঁকড়ে জোরে ধর্।
বানরের লেজ ধরে ধরে চল্
এঁটো খেয়ে বেশ খেয়েছি বল্।
নেতা-নেত্রীর ভ্রান্তি ধরিস ক্যান্?
তাদের আছে অন্ধ শত ফ্যান্!
চক্ষু বুজে একটু সহ্য কর্
ভবিষ্যতে হিজড়া হবি নর্!

স্বরবৃত্ত : ৪+৪+১