ধারালো গাছি দা দিয়ে মসৃণভাবে চামড়া ছোলা হচ্ছে-
নির্বাক স্থির দাড়িয়ে সহ্য করছে যে খেজুর গাছ,
অপলক চোখে রোজ নিজ রক্তক্ষরণ দেখে সে!
গাছি আর শাসকের, গাছ আর শোষিতের মধ্যে -
সেই আদিকাল থেকে বড়ই সাদৃশ্য বর্তমান!
শাসকের কাছে যেটা মনে হয় খুব মিষ্টি রস,
শোষিতের কাছে সেটা কলিজা বিদীর্ণ নোনা রক্ত ।
স্পর্শ সংক্রমিত নয় শোষকের গণ্ডারের চামড়া,
বসবাস করে তারা বুলেট প্রুফ কাচের ঘরে
শোষিতের হাহাকার কর্ণকুহুরে পৌঁছে না তার
সিন্ডিকেটের বেষ্টনী ডিঙাতে পারে না উৎপীড়িত !
সাধুবেশে মাঝে মাঝে মশক মারতে কামান দাগা ,
চুনো পুটির জীবন কেড়ে নেয় বুলেটের শব্দ
রাত যায় দিন আসে গডফাদারেরা রয় অক্ষত,
গাড়ি চলে থেকে যায় ইঞ্জিনে পেট্রোলের দহন।
অমিল অক্ষরবৃত্ত : ৮+১০