এত এত ডিগ্রি দিয়ে
লাভ কী হবে বল্?
শ্রমিকনেতা হলে পরে
পাবি টাকার কল্ !
বছর যেতে আঙ্গুল ফুলে
হবি কলাগাছ,
দিনেরাতে পাবি মধুর
ক্ষমতার ওই আঁচ।
রাতারাতি সমাজপতি
বনে যাবি তুই,
ইচ্ছেমত দখল নিবি
সরকারি সব ভূঁই।
টাকার জোরে নগর রাস্তায়
দম্ভেতে চলবি,
দাঁত কেলিয়ে যাকে তাকে
যা ইচ্ছে বলবি ।
ভুলে যাবে সবাই তখন
তুই ছিলি উলুই,
ক্ষুধার জ্বালায় খুপরি ঘরে
করতিস যে কুঁই কুঁই।
গরম সিটে বসার পরে
ভুলবি অতীত সব,
পরের দুঃখে হাসবি খুবই
করবি কলরব।
তোর ভয়েতে কাঁপে সবাই
খাবে শুধু জল,
তোর পিছেতে ঘুরবে দেখিস
চামচা-নেতা-দল!
স্বরবৃত্ত : ৪+৪+৪+১