লালন কর পালন কর
তোমার সৃষ্ট শোভন জাহান,
শোকর করি নাই বা করি
তুমি মালিক তুমিই মহান।
ধরার বুকে বাগ-বাগিচা
ফুলে ফলে শোভাও দোলাও,
সাগর তলে গহীন জলে
আজব প্রাণের খেলা দেখাও ।
মন ভোলানো সৃষ্টি তোমার
পাহাড় চিরে ঝর্না ছোটাও ,
স্ব-মহিমায় অতুল তুমি
আঁধার চিরে জোছনা হাসাও।
এতকিছু দেখে অধম
তোমার প্রেমে হয় না আকুল,
রিপুর ছলে বখিল বেভুল
তোমায় পেতে হয় না ব্যাকুল ।
দয়া করে ও দয়াময়
কালো দিলে আলো জ্বালাও,
তোমার মায়ার একটু ছায়ায়
সরল পথে আমায় চালাও।
স্বরবৃত্ত : ৪+৪+৪+৪