দয়ার সাগর আল্লাহ্ তুমি দয়া করো আমারে ,
তোমার দয়া ছাড়া আমার দুকুল ঢাকা আঁধারে।
দয়াকরে মুসলিম করে পাঠিয়েছ জগতে-
চলতে পারি যেন আমি তোমার পথ অনুসারে।
জীবনক্ষেতে করতে পারি যেন ঈমানেরই চাষ ,
সকল কাজে থাকে যেন নেক আমলের ফুলসুবাস।
তোমার পথে চলতে গেলে আসবে বাধা বিপত্তি-
সহায় থেক ঈমানহারা না হই অকুল পাথারে।
হেদায়াতের মালিক তুমি, মরুর বুকে ফোটাও হেরার ফুল !
দরাজ দিলের বকর-ওমর, ওসমান-আলী সেই ঘ্রাণে ব্যাকুল!
আমিও চাই নূর নবীকে সবচেয়ে ভালোবাসতে,
শেষ বিচারে চাই যে শুধু বিজয়ের হাসি হাসতে।
দয়ার সাগর আল্লা তুমি দয়া করো আমারে -
পাপসাগরে মিলে না যাই অনাড়িডুবসাঁতারে!
আস্থায়ী. অন্তরা, আভোগ: ৪+৪+৪+৩
সঞ্চারী: ৪+৪+৪+৪+১