বিদ্যেহীন যে দেখায় বড় হামবড়া
হাবেভাবে বোঝায় তাদের দামচড়া
নেতার পিছে ঘুরেই পাচ্ছে আশকারা
জানমাল যেন তাদের অধীন,ইজারা।
চৌদ্দগোষ্ঠি ওরা যেন মহারাজা !
আমজনতা সবাই যেন ওদের প্রজা
ইচ্ছে মত বলছে ওরা ঠোঁটকাটা
বক্তিমা দেয় মঞ্চে উঠে কানফাঁটা ,
চলছে ছুটে ঊর্ধ্বশ্বাসে দলকানা
দেখবি শুনবি, তবে বলতে মানা ।
ইচ্ছে করে করি ওদের ঝাটাপেটা
এক লাথিতে চুকে যাক সব ল্যাটা।
স্বরবৃত্ত: মূলপর্ব ৪মাত্রা, অপূর্ণপর্ব ০/২/৩মাত্রা