রন্ধ্রে রন্ধ্রে অন্যায়-অবিচারের ক্ষত,
দেখে দেখে হয়ে গেছি অভ্যস্ত-নির্লিপ্ত।
অনুভূতির ভোতা লাঙলে
বধ্যভূমিতে চাষ হয় না তাই- মনুষ্যত্বের ফুল-ফসল।
ভোগবাদের সর্বনাশা নাটাইয়ের পিছে
উর্ধ্বশ্বাসে ছুটে চলে- খুঁজি জীবনের মানে।
পরিবেশ বুঝে মাঝে মাঝে দু'একটা
অন্যায়ের প্রতিবাদ করে তুলি বিবেকী ঢেকুর!
লোভের আগুনে ঝলসানো প্রবৃত্তি,
চাকচিক্যগতরে বোধবুদ্ধি নিতান্ত বনসাই!
(অক্ষরবৃত্তে রচিত)