না বাঁচার মত বেঁচে থেকে লাভ কী ?
ভদ্রতা যখন দুর্বলতার বহি:প্রকাশ,
লাঞ্চনা-বঞ্চনা, অপমান-গ্লানি যখন নিত্য সঙ্গী ,
শাসন যখন শোষনের হাতিয়ার ।
তারচেয়ে এই ভালো বিদ্রোহ কর ,
ব্যবচ্ছেদে চৌচির কর শয়তানের কলিজা।
জাগ্রত হোক মানবতার চেতনা,
দ্রোহ ছাড়িয়ে যাক মফস্বল থেকে শহরে;
সারাদেশে সকলের অন্তরে।