ভুলের পথে চলতে চলতে
ভুলেই গিয়েছিলাম কালবৈশাখী আসবে।
অবশেষে কালবৈশাখী আসলো;
এবং ঝড়ের কর্কশ ঝাঁপটায় ব্যর্থতার চিহ্নগুলো প্রকাশিত হলো!
ঝড়ের নির্মমতায় কবিতার পংঙ্কতিমালা পথ হারায়।
গভীর রাতের চন্দ্ররশ্মিকে করুণা মনে হয়!
ভোরের আগেই ঘাসের ডগা থেকে ঝরে পড়ে স্বপ্নশিশির!
তবুও আশায় থাকি -
ঝলসানো রাজপথে জন্ম হবে কোন বিদ্রোহীর।