প্রেমের কালে প্রেম করোনি
বে-হিসেবি কবি,
অংক এখন কষবে যত
ভুল হবে তার সব-ই।
আলেয়ার ওই আলোর পিছে
পথ হেঁটেছ শুধু,
চারদিকে তাই ঘিরে আছে
শূন্যমরু ধু ধু !
সুযোগ বুঝে ভুলের পাহাড়
গড়ছে উঠে শত,
ভরদুপুরের সূর্য প্রভা
গোধূলিতে নত !
বালুঝড়ে মোহ ভেঙে
প্রাতে দেখি আমি,
তোমার দয়া ছাড়া কভু
পার পাব না স্বামী।
স্বরবৃত্ত: ৪+৪+৪+২