লাঞ্ছনা-বঞ্চনা সহ্য করতে করতে
অনুভূতিগুলো কিছুতেই সাড়া দেয় না এখন।
হৃদয়টা হয়েছে যেন ঊষর-সাহারা মরুভূমি।
শত কাঁন্নাতেও তাকে ভেঁজাতে পারবে না,
ফলাতে পারবে না কোন শষ্যদানা ,
শ্যামল-সবুজে আর মন জুড়াতে পারবে না।
সুপ্ত আগ্নেয়গিরির মত লাভা উদগীর্ণের জন্য
কালক্ষেপণের সময় কই?
প্রদীপেরও জ্বলার তো একটা শেষ আছে।
অসমপার্বিক অক্ষরবৃত্ত