আমি বৈশাখ-
ভাসতে আসিনি স্রোতের শ্যাওলায়,
ভাঙতে এসেছি সব জরা-ভয়।

আমি বৈশাখ-
ডিঙাবো জুলুমরে কাঁটাতার,
গুড়াবো হৃদয়হীনার ও ঘর।

আমি বৈশাখ-
ফেলি শব্দ চুরির কন্-কন্ ,
ভুলগুলো ভেঙে করি খানখান।

আমি বৈশাখ-
বেদনার সব স্মৃতি মুছায়ে ,
মলিনতা ধুবো স্বস্তি বর্ষায়।

আমি বৈশাখ-
কৃষপক্ষ ও রাতে হারাবে না
ভয়ে মোর ভালোবাসার ধন।

আমি বৈশাখ-
বজ্রের মত তাড়ায়ে আঁধার,
মাড়িয়ে যাই যত কুসংস্কার।

আমি বৈশাখ-
যােদ্ধা হাতে ধরি রণ-কৃপাণ ,
মর্তে উড়াতে বিজয় কেতন।

অক্ষরবৃত্ত