শুধু একটি কাব্যের জন্য প্রসব ব্যথায় কবি ছটফট,
দিনরাত শুধু ভাবনাতে ঘুরেফেরে কবিতার প্লট ।
হয়রান সে তো বাক্য বুনে, শব্দ গেথে, ছন্দ খুঁজে ,
অভিধানের পাতায়-পাতায় চষে বেড়ায় মুখ তো বুজে ।
সকাল-দুপুর, বিকাল-সাঁঝে, সন্ধ্যা থেকে গভীর রাতে
দাড়ি-গোঁফ সব খোঁচা-খোঁচা এলোমেলো চুলের সাথে ।
ঢুলুঢুলু তদ্রা চোখে দিনভর শুধু ঘুরে বেড়ায়।
বিষন্নতায় চোখের নিচে কালশিটে দাগ বয়ে বেড়ায়।
জীর্ণ বেশে অন্নহীনে আমিষহীনে শূন্য মেধায়
একটা শুধু শব্দ বিনে, কাব্য বিনে কষ্টে কাতরায়।
তাও একাগ্র শুধু একটা শব্দের জন্য, বাক্যের জন্য
ছন্দের জন্য কাব্যের জন্য – ঘুরে ফেরে সে অনন্য।
শেষ হবে না দিনের পর দিন শুন্য হাতে পথে চলা,
রাতে জাগা- হতভাগা কবি বড় যে অফলা।

স্বরবৃত্ত (৪+৪+৪+৪)