আমি হইলাম টাকা, পরিচয় আমার কাগজের টুকরা।
আমি সবার মাঝে ভাল, আমায় ছাড়া অন্ধ জনে দেখে না পৃথিবীর আলো।
আমি হইলাম টাকা, আমায় ছাড়া মানবজাতির ঘুরে না ভাগ্যের চাকা।
আমি হইলাম টাকা, আমায় ছাড়া দাম্পত্য জীবন আঁধারে থাকে ঢাকা।
আমায় সবাই ভালোবাসে ধরে রাখে না কেহ।
আমায় পেতে ঘাম ঝরাইবে মাটি করিবে দেহ।
অল্প পেয়ে খুশির ধারায়
অধিক পেয়ে অশ্রু ঝরায়
এটায় আমার কর্ম, আমার মাঝে কি গুণ আছে কে বুঝে তার মর্ম।
সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, হারাম টাকা নাম যে আমার কত।
সংখ্যা দেখে চিনে নিবে হোক না যত শত।
বেতনের টাকা, বোনাসের টাকা, যাকাত এর টাকা আমার কত নাম।
হাত বদলের ধর্ম আমার তবুও আছে শুনাম।
অর্থ কড়ি আর একটি নাম সবাই আমাই বলে।
যতই আমায় বেধে রাখো পালাইবো ছলে বলে।
আমি হইলাম টাকা, পরিচয় আমার কাগজের টুকরা।
আমি হইলাম টাকা, আমার কত মান
আমায় পেতে ভাইয়ে ভাইয়ে জান করে কুরবান।
যতই থাকুক সোনার খনি, আমি হইলাম সবার মনি।
আমায় পেয়ে হইবে ধনি, হইবে সমাজের জ্ঞানী গুনি।
কাহার কত টাকা আছে কেহ করে না প্রকাশ।
ভূমি থেকে বানিয়ে রাজ প্রাসাদ এ যেন ছোঁয়া আকাশ।
আমায় দিয়ে বিভিন্ন পণ্য, কিনে হইবে ধন্য।
আমায় পেয়ে আভিজাত্য ভুলে যাই অতীতের চিত্র।
আমায় পেয়ে ব্যাক্তিত্ব ভুলে যাই মাতৃত্ব ভুলে যাই পিতৃত্ব।
আমাই পেয়ে বিত্তবান না পেলে হই অভিমান।
সমাজ দেয় ধিক্কার পাই না বাঁচার অধিকার।
পুরুষ বেছে নেই আত্নহত্যা।
নারী বেছে নেই পতিতা।
ইজ্জৎ সম্মান আমার হাতে,আমি হইলাম সব।
আমায় পেয়ে ভুলিওনা উপরে আছে রব।
আমি হইলাম টাকা, পরিচয় আমার কাগজ এর টুকরা।
অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, সবার মাঝেই আমার অবদান।
আমার সাইজ বিভিন্ন আমি সবার মাঝে অনন্য।
আমার মাঝে ভিক্ষুক খুঁজে পেটের অন্ন।
ভিক্ষুক বেরাই দাড়ে,দাড়ে ।
কলেমা শুনাই বাড়ে,বাড়ে।
ভিক্ষুক ফিরিলে শুন্য হাতে।
অশ্রু ঝড়ে দারিদ্রের কষাঘাতে।
আমি আমীর থেকে ফকির করি, ফকির থেকে আমীর।
রঙের খেলা শেষ হইলে ছাড়িবে সুখের নীড়।
কেও শুইবে অগ্নি চিতায়,কেও বা আধার গোড়
আমার হিসাব মিলিয়ে যাবে আলো হইবে গোড়।
সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুখে।
আমায় করিল অপব্যাবহার রইবে না কেউ সুখে ।
আমি হইলাম টাকা, পরিচয় আমার কাগজ এর টুকরা।
মানি রুপি রিয়েল ডলার বিদেশেও আমার খ্যাতি।
আমায় পেতে ব্যাস্ত সবাই হোক বহু জাতি ।
বিশ্ব ভুবণ আমি চালাই আমি হলাম লর্ড।
কেহ না কেহ মুখে বলে মানি সেকেন্ড গড।
বিশ্ব ভুবণ আমি চালাই আমায় পেয়ে ধন্য,
সবার উপরে শ্রষ্ঠা আছে তাহাকে করিবে মান্য।
( মুনজিল )