বৃষ্টি হলে অতি
বদলে যাবে প্রকৃতি।
চতুরদিকে পানি থৈ থৈ,
লাপাবে ঝাপাবে চুনো, পুঁটি , কৈ।
ধরে খাবে বক,
ডালে বসে দেখিবে কাক।
বৃষ্টিতে থাকিলে বর্জপাত,
মানবজাতীর মাথায় পড়ে বর্জাঘাত।
হইবে প্রাননাশ,
হয়ে যাবে সর্বনাশ।
বৃষ্টি মানে বর্ষাকাল,
সাগর নদী থাকিবে উত্তাল।
নৌকা ডুবে নদীর তল।
শত শত নারী-পুরুষের শরীর সমাধি হয় নদীর জল।
এটাই প্রকৃতির খেলা,
নদীর কুলে বসবে শুধু আহাজারির মেলা।
বৃষ্টি হইলো সর্বনাশা বন্যা,
তলিয়ে যাবে শত শত পুত্র, শিশু, কন্যা।
খালি হইবে মায়ের কোল,
কেঁদে কেঁদে অশ্রু মুছিবে শাড়ির আঁচল।
বৃষ্টি হইলে ভয়ংকর বান,
তলিয়ে যাবে লক্ষ লক্ষ কৃষকের আঁখ, পাট, ধান।
কৃষক হইবে সর্বহারা,
হইবে ভিটা হারা।
এটাই প্রকৃতির খেলা,
চতুরদিকে বসিবে শুধু আহাকারের মেলা।
বৃষ্টি সষ্ট্রার রহমত,
অতি বৃষ্টি ভয়ংকরের আলামত।