অভিশাপ,অভিশাপ -
এ যেন ছোবল দিয়েছে বিষধর সাপ
বিষে অঙ্গ জড় জড় তবু আপন হইল পর ।
নিষ্পেষিত কষাঘাতে ক্ষত হয়েছি আত্মঘাত
তবুও হইল না আপনে সাক্ষাৎ।
মানুষের দারে মানবতা কেঁদে মরে।
বেদনার কত চাপা কান্না শুনাইব কারে।
করিলাম কোন কর্ম
বরবাত হইল ধর্ম।
করিলাম পাপ
এ যেন অভিশাপ।
ঘাম ঝরে দরদর রক্ত হইল পানি
ভাগ্যে মোর আধার নামিল রাশি হইল শনি।
কর্মদোষে দোষী হইয়া স্রষ্টাকে দোষী করায়
কর্ম-ভাগ্য কোনটা বড় বোঝা হইল দায়।
আধার রাতে ফুটিল কুসুম এটাই অলির ব্যর্থতা
ললাটে আশিলনা সফলতা এ যেন ব্যর্থতা।
কত স্বপ্ন স্বপ্নই থেকে যায়
নিশিতে ফুটে বকুল নিশিতেই ঝরে যায়।
যেদিন স্বপ্নের রবি ডুবিবে কেবলাপাটে
শয়ন করিব সেই শেষ বিদায়ের ঘাটে।
শকল স্বপ্নের হইবে অবসান
নিয়ে যাবে মহাশ্মশান।
বিধাতার লিখন কেটে দিবে সাত পাকের বাঁধন ।
একটি দিয়াশলায়ের কাঠি এটাই হইবে খাঁটি
শুইব চিতাই দেহ পুড়ে হইবে ছাই
অশ্রুসজল নয়নে দেখিবে সবাই।
আকাশে বাতাসে মিশিয়া যাইব দিগন্তের কালো ধোয়ায়
পরিত্রান পাইব অভিশাপের ছুঁয়াই।