সর্বনাশা ঘূর্ণিঝড় ইয়াস।
এলাকাবাসীর সর্বস্ব করিল গ্রাস।
মিটিলো শত জনমের পিয়াশ।
এলাকাবাসী হারাইল গৃহ নিবাস।
মিডিয়ায় যাহারা দেখিল ফেলিল দীর্ঘ নিঃশ্বাস।
কে দিবে তাদের একটু আশ্বাস ?
কপোত, কপতি হারাইলো আত্মবিশ্বাস।
স্বপ্নগুলি জলে ভেসে চলেছে এ জেনো পান করি বুন হাস।
ঘুমন্ত শিশু জলের স্রোতে ভেসে হইল সর্বনাশ।
অন্য পিপাসায় কাতর হয়ে মা হইলো হতাশ।
দুগ্ধ পাইলোনা কোলের শিশু
আশ্রয় হারাইলো বনের পশু।
দুর্যোগের ছোবলে কত পশু পাখির হইল প্রান নাশ।
প্রকৃতি তার সৌন্দর্য হাড়িয়ে হইল বনবাস।
বার বার প্রকৃতির কবলে পরে।
জেলে পরিবার মুখ থুবরে পড়ে।
এটায় প্রকিতির খেলা।
দুর্যোগে ধৈর্য ধরিবে। করিবে না অবহেলা।
( মোঃ মুনজিল হোসেন )