পৃথিবী তোমার কোমল মাটিতে সৃষ্টি হইলো সৃষ্টির সেরা মানব।
এদের আনন্দ উল্লাশ কেড়ে নিয়েছে করোনা ভাইরাছের দানব।
ভাইরাস করোনা ,করুণা করেনা কখনো।
করোনা ভাইরাসের নির্মম কষাঘাত বিশ্ববাসী ক্ষত হয়েছে আত্তঘাত।
ব্যর্থ হইলো ব্যালেস্টিক ক্ষেপন অস্ত্র ।

ব্যর্থ হইলো মিছাইল ক্ষেপন অস্ত্র ।
ব্যর্থ হইলো পারমাণবিক অস্ত্র।
সফল হইলো করোনা ভাইরাছের মরণ অস্ত্র।
বিশ্ববাসী মৃত্যুর ফাঁদে জরিয়ে পরে শত শহশ্র।
মৃত্যু বড় ভয়ংকর,এ কেমন প্রকিতির অহংকার।

বাড়িল করোনা ভাইরাসের নির্মম গতি বন্ধ দুয়ারে বন্ধী বিশ্বজাতি।
অন্য পিপাশায় ফাটিল বুকের ছাতি।
কলের শিশুর আকতি কে শুনিবে মিনতি।
বলে দাও নিওতি।
জীবন যেন চলে না,মেঘে মেঘে ঢাকা জোছনা।
দিবা রবি মেঘে ঢেকে হইলো আঁধারে আধার।

আলোর পিপাশায় বিশ্ব মানব কাঁদে জারে জার, যেদিকে তাকাই ধু ধু হা হা কার।
মৃত্যুর দামামা বাজে বারে বার।
মৃত্যু বড় ভয়ংকর রক্তের বন্ধন ছিন্ন হইবার অঙ্গিকার।
পাইবে না দাফন,কাফন করার অধিকার।
বিধাতার লিলা বুঝা বড় ভার।

মানুষ অসহাই আজ আছে কাল চিতার আগুনে পুরে ছাই।
লাশের পাশে, লাশের কফিন।
বিশ্ববাসীর আরত্তনাদে নিস্তব্ধ হইল আসমান জমিন।
হে বিধাতা তুমি জীবন দাতা।
মানব জাতীর মৃত্যু কেন সস্ততা।

হে রব্বুল আলামিন তোমার প্রিয় মুসলিম মমিন।
ক্বাবা শরিফের পাশে গিয়ে দুই হাত তুলে বলে না কেহ আমিন…আমিন।
তুমি করিলে করুনা… করোনা ভাইরাছ ও করিবে করুনা।
বিশ্ববাসী হইবে করোনা মুক্কত।
আবার মসজিদ গুলি ভরে উঠিবে নামাজী ভক্ত।
বিশ্বব্যাপী করোনা ভাইরাছ এর আধিপত্য , এটাই কি মানবজাতীর প্রাসচিত্র ?

                                                                           ( মুনজিল হোসেন )