মাতাল কবি
কাজল নিশি

একজন প্রেমিককে বলতে শুনেছি,
আজ আমার ভালোবাসার মানুষ ফোন কলে কথা বলেনি
কথা না শোনার অভাবে শরীরটা ক্রমশ দুর্বল হয়ে আসছে
অন্ধকারে ছেয়ে যাচ্ছে চারদিক!
হয়তো খানিক পর প্রাণ পাখিটিও উড়াল দিবে!

আমার প্রেমিকের সাথে ইচ্ছ মতো বহুবার কথা বলি
সকাল, সন্ধ্যা এমনকি গভীর রাতেও।
যদি কখনো কভু তার সাথে আলাপচারিতায় বাধা আসে -
নিশ্চিত মারা পড়ে যাবো!
সে মিশে আছে,আমার রক্তে।

ছেলেটি প্রেমিকার সাথে কথা বলতে না পাড়ায় ভীষণ আহত
আমি তো প্রেমিক নই, প্রেমিকা।
কেন বারবার প্রেমিকের সাথে কথা বলার জন্য মরিয়া হই!

শুনেছি প্রেমে পড়লে বোকা হয় বুদ্ধিমান
আর বুদ্ধিমান হয় বোকা।
আমি সম্ভবত সবকিছু ছাপিয়ে নির্লজ্জ হয়ে গেছি!

ওইতো গত পরশুদিনের কথা,
স্নান ঘরে আপনমনে কথা বলছিলাম তার সাথে।
হঠাৎ ভাবির ডাক চিৎকার!
কিরে, এখনো গোসল শেষ হয়নি?

পয়ত্রিশ মিনিট সময় ধরে ঝর্ণার পানিতে দাঁড়িয়ে,
বিরবির করে কি সব বলছিস?
মনে হচ্ছে কবিতার প্রেমে পড়ে নেশাগ্রস্ত হয়ে গেছিস!
কবিতা খোর মাতাল কবি একটা!

খাওয়ার সময় পেরিয়ে যাচ্ছে... খাবি চল।